ভেজা সন্ধ্যার রূপকথা

লিখেছেন:অলক্তিকা চক্রবর্তী

 

চায়ের পেয়ালায় ভাসিয়ে রাখি মেঘ

             জল চলকায়

 

             উদ্দেশ্য বিধেয় হয়ে কথারাও ছুটে এসে ভিজিয়ে দেয় যেন 

 

বর্ণনা প্রবণ অভিমুখ 

 

বাতাস কেটে কেটে কারা যেন হইচই

ওই ঝাঁকের কই আবার তো ঝাঁকেই...

 

মন্দমধুর হাওয়ায়  কোথায় সেই অমল ধবল পালটাকে  রাখি

            ভেবেই দেখি,

            কেমন দোতারায় বেহাগ... বেজে যাও জীবন 

 

আর বৃষ্টি ভেজা সন্ধ্যায় মরমী দুই পেয়ালা পিরিচ 

কেবল আলো আগলায়... আলো

 

 

ভিজে যায় হাত,

 

লয়কারী মেপে 

সম থেকে অবসানের চিহ্ন বুকে ধরে

             হেঁটে যাওয়া কথাগুলো

             সব কেমন জড়সড়ো 

 

বাতাসের বেগ বাড়ে ,

এলোমেলো ফোঁটারাও...

 

ঝুপ করে কি যেন ছিঁড়ে পড়ে,

মেঘ নাকি ?

 

ডুবু ডুবু জলে চল পানসী,

এমন একটা সন্ধ্যা উদযাপন করি

 

1 Comments
Leave a reply