কলেজ স্ট্রিট কফি হাউসের তিনতলায় বিপ্লবী-দার্শনিক মানবেন্দ্রনাথ রায়ের স্মৃতি জড়িত কক্ষটি হতে দীর্ঘ দিন ধরে প্রকাশিত হয়ে আসছে দুটি পত্রিকা 'জিজ্ঞাসা' এবং 'পুরোগামী' । 'পুরোগামী' পত্রিকা, মানবতাবাদী আন্দোলনের মুখপত্র হিসেবে ইতিমধ্যেই ৫০টি বছর অতিক্রম করেছে। প্রগতিশীল মনন-চর্চার প্রেক্ষিতে তা অবশ্যই একটি মাইলফলক। এতোদিন ধরে মুদ্রন মাধ্যমে এই পত্রিকায় শুধুমাত্র প্রবন্ধই প্রকাশিত হয়েছে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এইবারে পত্রিকাটিকে ডিজিটাল মাধ্যমে স্থানান্তরিত করা হল। প্রবন্ধ ব্যতিরেকেও এই পত্রিকায় এখন থেকে স্থান পাবে গল্প, কবিতা, ধারাবাহিক উপন্যাস, ভ্রমণ, গ্রন্থ সমালোচনা এবং গবেষণামূলক প্রবন্ধ সহ সাহিত্য ও মৌলিক গবেষণার বিভিন্ন ধারা ।
এখানে বলে রাখা দরকার, আন্তর্জালে প্রকাশিত এই নতুন সম্পাদনার নাম আমরা রেখেছি 'পুরোগামী সাহিত্য', যদিও সাহিত্যের পাশাপশি গবেষণাও এই সম্পাদনার অনন্য সম্পদ। আমরা মনে করি গবেষণার প্রকৃত প্রকাশ সাহিত্যের হাত ধরেই, এবং সাহিত্যের কর্তব্য গবেষণাকে লালন করে তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার। বর্তমান পরিপ্রেক্ষিতে, এই অস্থির সময়ের মধ্যে দাঁড়িয়ে সুস্থভাবে মননচর্চা চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু একটা চ্যালেঞ্জ। পুরোগামী সেই সাহস বুকে নিয়েই অনলাইনে আবির্ভূত হল। সাহিত্যসৃষ্টির যা যা মূল ধারা, সেই ধারায় নবীন ও প্রবীণ প্রজন্মের সাহিত্যিকেরা তাঁদের ভাবনার মৌলিকত্ব এবং উৎকর্ষের সর্বোৎকৃষ্ট প্রকাশ যাতে দ্বিধাহীনভাবে ঘটাতে পারেন, তার জন্য পুরোগামী সাহিত্য পত্রিকা তাঁদের পাশে থাকবে। এইটুকু প্রত্যয় নিয়েই আমাদের পথচলা শুরু। সুস্থ মনন-চর্চাই আমাদের একমাত্র অঙ্গীকার।
মুখ্য সম্পাদক - অপূর্ব দাশগুপ্ত
সহযোগী সম্পাদক - নির্মাল্যকুমার মুখোপাধ্যায়
সাহিত্য সম্পাদনা - রাজর্ষি ঘোষ
গবেষণা মূলক প্রবন্ধ সম্পাদনা - ডঃ দেবস্তুতি দাশগুপ্ত, ডঃ প্রিয়াঙ্কা রায়
সহযোগিতায় - নীলেশ মজুমদার, সুজাতা পান্থী সরকার, ঈশিকা রায়
উপদেষ্টা মণ্ডলী - অমর মিত্র, মীরাতুন নাহার, অজয় চন্দ, অমর দে, ডঃ চন্দ্রমল্লী সেনগুপ্ত, ডঃ অর্ণব ব্যানার্জী, শুভাশিস চক্রবর্তী
প্রতিষ্ঠাতা - মনোজ দত্ত, স্বরাজ সেনগুপ্ত, ডঃ শুভঙ্কর রায়
পত্রিকার ঠিকানা -
অপূর্ব দাশগুপ্ত
'সুখনীড়'
২০১, নবজীবন কলোনি, বিশর পাড়া, উত্তর ২৪ পরগণা
কলকাতা - ৭০০১৫৮