আবেদন

পুরোগামী একটি দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) ওয়েবম্যাগাজিন হিসেবে আত্মপ্রকাশ করল। 

আমরা লেখক লেখিকার কাছে এই পত্রিকার জন্য পরবর্তী সংখ্যা থেকে লেখা আহ্বান করছি।   

আপনারা এই সংখ্যাটি একবার দেখে নিন। এই পত্রিকার বৈশিষ্ট্য, চরিত্র এবং ভাবধারাটি সম্পর্কে কিছুটা ধারণা এখানে পাওয়া যাবে।

 

নিয়মাবলী - 

১. গল্পের জন্য শব্দসংখ্যা ১৫০০ থেকে ৩০০০ এর ভেতর থাকাই বাঞ্ছনীয়। 

২. কবিতা একসঙ্গে অনধিক তিনটি পাঠাবেন। ২০ লাইনের মধ্যে।

৩. প্রবন্ধ ও গবেষণামূলক প্রবন্ধের ক্ষেত্রে শব্দসংখ্যা ৫০০০ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিষয় অবারিত। তথ্যসূত্র উল্লেখ  করবেন। রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজতাত্বিক ভাবনা, সাহিত্য-আলোচনা ইত্যাদি বিষয়ে আমরা আগ্রহী।

৪. ভ্রমণ কাহিনী ( ছবি সহ ), রম্য রচনা, পুস্তক পাঠ প্রতিক্রিয়া, এই পত্রিকা প্রকাশ করতে আগ্রহী। শব্দসংখ্যা ২০০০।

৫. purogamisahityo@gmail.com এই ই-মেইলে ইউনিকোডে টাইপ করে বিষয় উল্লেখ করে লেখা পাঠাবেন।

৬. বাংলায় লেখা নেওয়ার ক্ষেত্রে আমরা .docx ফাইল গ্রহণ করব। ইংরেজির ক্ষেত্রে Times New Roman এ লেখা টাইপ করে .docx ফাইলে লেখা পাঠাবেন। 

৭. লেখা বিবেচিত হলে আমরা তিন মাসের মধ্যে জানাবো। তিন মাস অতিক্রান্ত হলে বুঝতে হবে লেখাটি মনোনীত হয়নি।

৮. লেখার সঙ্গে ফোন নম্বর, ই-মেল আইডি দেবেন।

৯. পূর্বে প্রকাশ পায়নি এবং মৌলিক লেখাই একমাত্র বিবেচিত হবে।

১০. দলীয় প্রচারধর্মী ও সাম্প্রদায়িক প্ররোচনামূলক লেখা সম্পর্কে আমরা অনাগ্রহী।

১১. লেখা নির্বাচনের ক্ষেত্রে সম্পাদক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত।

0 Comments
Leave a reply