নগ্নগ্রাসে শিকড় সন্ধানী প্রগতি সিদ্ধান্ত
অন্তঃশীলা আবর্তের অভিমুখ সন্ধান,
হস্তান্তর প্রতীকমাত্র নির্জড় প্রভাবে
চিহ্নকের হদিশ হয়েছে অন্তর্ধান।
উপলব্ধি তরঙ্গ তোলে বহুস্তরিক ইতিহাসে
দৃষ্টিভঙ্গী মানদণ্ডে মস্তিষ্ক প্রক্ষালন,
ঔপনিবেশিক ফুল্লতায় দমন প্রক্রিয়া -
গণতন্ত্র প্রভাবমুক্ত অদ্ভুত নির্বাচন।
নিপুণ কৌশলী মসৃণ প্রবেশধারা
কলোনিয়াল ছিন্নভিন্ন মেন্টালিটি,
স্বার্থসিদ্ধি উৎসারিত প্রহসনে
থাকে মিশে বিষাক্ত গভর্নমেন্টালিটি।
এসব চালচিত্র মোটেই অজানা নয় কারো
অনাবিল মেদুর ছায়া অবলম্বনে,
দীর্ঘশ্বাস আটকে বিদ্রূপে, বিরুদ্ধতায়,
গঠনবাদী বিদ্রোহ আজ আসুক বর্জনে।
ধর্মের নামে তোরা যাচ্ছেতাই করিস
মেয়েটার পেটে জন্ম তাও ভুলে যাস,
কুশিক্ষার কুৎসিত ফল - তোরা অমানুষ
পশু ছাড়! তোরা তো মানুষের মাংস খাস।
কুশিক্ষার দোষলগ্নে জন্মজাত কীট
মানুষ নামের লজ্জা তোরা বলিভুক জীব,
রৌরবও তোদের নিতে লজ্জা পায়
আগামী জন্মে তোরা মলে জন্ম নিস।
বিষজাত নীচতা যাক স্রোতে ভেসে -
অসঙ্গত প্রজাতন্ত্র স্বরাজ অহংকার,
নবনিরীক্ষায় উদ্ভাসিত হোক উপত্যকা
মৌলবাদ মুক্তি দিক গাণ্ডীব টংকার।