তন্দ্রার ভিতরে

লিখেছেন:প্লাবন ভৌমিক

তন্দ্রার ভিতরে হাওয়া ঢুকে পড়ে, আর

ধ্বংস ও আঁধার থেকে সরে গেছ তবু তুমি বালিশের পাশে।

ব্যর্থ প্রেমিকের মতো খেয়া চলে, দুলে ওঠে নখে দহনের

স্বর্ণ-ভস্ম মুছে যায়, স্পষ্ট হয় অন্তহীন দগ্ধ এই রাত্রি হিম হিম।

স্তব্ধ শুশ্রূষার জল, নদী জেগে থাকে, আর শত শত মন্ত্রময় গানের গুঞ্জন

নিভে আসে। তবু শুধু তীব্র স্বপ্নে ঢেউ, শুধু এই হাত মেলে আমি দেখি

আমার বিদ্যুৎ, তার ছায়া পড়ে আছে তাও ঠাণ্ডা, ভিজে দমবন্ধ ঘরে।

আর হা হা শূন্য হাওয়া, যা তোমার, পান্থতীর্থে ভেসে চলল দিগ্বিদিক ভুলে।

0 Comments
Leave a reply