নারীই শক্তি, নারীই সত্য

লিখেছেন:শ্রীময়ী মজুমদার

নারীই শক্তি, নারীই সত্য,
মুক্তির পথে সে চির অনন্ত ।
বঞ্চনা, অবহেলা যার নিত্য দিনের সঙ্গী,
বছর ঘোরে যুগ বদলায়,
বদলায়না শুধু সমাজের দৃষ্টিভঙ্গী !
জলে, স্থলে, আকাশে সব খানেতেই নারী,
নিজের দক্ষতায় উজ্জ্বল, কে বলে সে আনাড়ি !
হিংসার সবুজ চোখ অন্ধকারে জ্বলে,
দমিয়ে রাখার চেষ্টা চলে- ছলে, বলে, কৌশলে !
যে নারী দেখায় নতুন সূর্য, নতুন দিনের গান,
সংসারেতে বল, ভরসার সেই নতুন নাম ।
ভালবাসাকে সাজিয়ে গুছিয়ে যত্নে রাখে সে,
এটা তার দূর্বলতা নয়, সততা প্রতি আশ্বাসে ।
সম্মান, শ্রদ্ধা যদি তাকে নাই পারো দিতে,
অবহেলা, অসম্মান বাদ থাকুক অনুভূতিতে।
না হলে গর্জে উঠবে প্রতিবাদ, ভিন্ন মেজাজে প্রতিরোধ,
অন্যায়মুক্ত সমাজে আর হবেনা কোন কণ্ঠরোধ !

 

0 Comments
Leave a reply