সততা ও স্বপ্ন!

লিখেছেন:মহুয়া দাস

স্বপ্ন অতীত, এখনো দাঁড়িয়ে ভাবি
ফিরে আসা  কি যায়?
রোজনামচার কারিগরেরা ক্লান্ত
চোখে, মুখে শঙ্কা, সস্তা অভিমান।
 
তাহলে, এত পরাধীন সত্তা কেন নিদ্রাহীন?
ভ্রান্তি তো আমরাই করি।
 
তাতে, রাতের অবসানে খামতি নেই
সততা রোজ বিক্রি হয়
স্বপ্ন অতীত, এখনো দাঁড়িয়ে ভাবি।
 
তরঙ্গিনী নব প্রবাহে বেগতিক
      অকুত ভয়, সব মিলিয়ে  
      আনকোরা ঘ্রাণের নির্লজ্জ্ব বাসনা 
      শুষে নিল অসাড় পরিধেয় মন।

 

0 Comments
Leave a reply