আমার মন খ্যাপারে বাঁধবি যদি
আয়রে চলে আয়-
সর্বশক্তি উজাড় করে
ভাবের দুনিয়ায়।
মুক্তো ভরা ধরার উঠোন
ভাব সাগরের পারে,
খুঁজবি যদি তেমন ঝিনুক
বাঁধরে আপনারে।
ওরে বাঁধা যদি এতোই সহজ
ধাঁধায় ঘুরে মরি,
ঘুরতে ঘুরতে সপ্ত সাগর
একাই পার করি।
খেপির মেঠো নরম দেহে
সোহাগ করে বাস,
খ্যাপা মনের অচল শরীর
সহজ উপবাস।
খেপি ভাবে দিবারাতি
কেমন করে সই,
খ্যাপার মনে উদাস বাউল
একতারাতে রই।
খ্যাপা চলে আপন মনে
রাঙা মাটির পথ,
খেপি খ্যাপার চরণ ধুলায়
সহজিয়ার পথ।
খ্যাপা যখন ক্লান্ত পথিক
বাউল বাউল বলে,
মন খ্যাপারে বাঁধতে আসে
সাধন লীলাচলে।