আত্মপ্রকাশ সংখ্যা

লিখেছেন:পুরোগামী সম্পাদক-মন্ডলী

চারিদিকে একটা হাওয়া উঠেছে এই বলে যে, সাহিত্য নাকি শেষ, মানুষ আর অক্ষর পড়তে চাইছে না, তার সামনে এসে গেছে দৃশ্যশ্রাব্য মাধ্যম। সে সেখানেই মজে থাকবে। 

পাশাপাশি, ব্যবসায়িক পত্রিকাগুলোর প্রতি মানুষের আকর্ষণ কমে যাচ্ছে। ফলে তারা ভয় পেয়ে আরও চটুল, আরও সস্তা, আরও হালকা লেখা সাহিত্যের বাজারে ছেড়ে দিয়ে অর্থ রোজগার করতে চাইছে।

পুরোগামী সাহিত্য পত্রিকা এই তত্ত্বে বিশ্বাস করে না। আমরা মনে করি লেখকের কলমের জোর যদি ঠিক থাকে, নিষ্ঠা যদি থাকে অটুট, লেখার সময় লেখক যদি কেবল মাত্র লেখার দিকেই মন দেন, বিক্রির দিকে নয়, তাহলে সেই লেখা চ্যালেঞ্জ জানাতে পারে যে কোন মাধ্যমকেই। কারণ সব মাধ্যমেরই আদি রূপ দেয় সাহিত্য। মানুষের মস্তিষ্কের ভেতর শিল্পের উদ্ভব হয় ভাষার মাধ্যমে। এমনকি সঙ্গীত এবং চিত্রকলার ভাবনাও তাঁর মনে উদয় হয় যে ভাব নিয়ে, সেটিও ভাষার মাধ্যমেই তাঁর মনে প্রথম অঙ্কুরিত হয়। ভাবনা মানেই অক্ষরের চলমান রূপ।

বিশ্ব সাহিত্য কিন্তু থেমে নেই। বরং তাঁর জয়যাত্রা অব্যাহত। আমরা তাই আজও আন্তর্জাতিক স্তরে সাহিত্যের নতুন নতুন ধারার বিস্ফোরণ দেখি স্বনামধন্য সব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক লেখিকার কাজের ভেতর। আমাদের দেশের লেখকরাও বাঙলা এবং ইংরাজি দুই ভাষায় সেই অগ্রগতির পুরোগামী। তাই আমরা এই সাহিত্য পত্রিকাটি প্রকাশ করবার উদ্যোগ নিয়েছি। আমাদের লেখকরাও বুঝতে পারছেন কোথায় সাহিত্যের শক্তি কমছে। তারাও আন্তরিক ভাবে চেষ্টা করেছেন সর্বশক্তি দিয়ে সর্বোৎকৃষ্ট লেখাটি পাঠানোর। বাকিটা পাঠকের হাতে।

পুরোগামী সব সময় মুক্ত চিন্তা, মুক্ত মতামত, মুক্ত দর্শনকে অগ্রাধিকার দেবে, এই বিষয়ে আমরা দায়বদ্ধ। 

 

 

 
0 Comments
Leave a reply