শপথ

লিখেছেন:সঙ্ঘমিত্রা দাস

 

 

হাউই বাজি আকাশ ছোঁয়া আলো
আগুন গোলা জ্বলছে ওই দেশ,
হিংসায় ভরা একগুঁয়েমি যত
ঝলসে যাচ্ছে দেখতে লাগে বেশ।
 
যুদ্ধ ভীষণ - রাত জাগছে সেনা
নিতেই হবে প্রত্যাঘাতে প্রাণ,
চায়ের ঠেকে তুমুল আলোচনা
জিততে হবে, বাজবে জয়ের গান।
 
চৌকো স্ক্রীনে চোখ রেখেছে সব
উত্তেজনার পারদ চড়ছে ভারি,
ভারতবর্ষ ক্ষমতার এক নাম
বদলা যেন আমরা নিতে পারি।
 
যত দোষ ওদের ছিল বলে
নিজের মনে সান্ত্বনা দিই আজ,
সিঁথির সিঁদুর হারিয়ে গেল কতো
জিতে গেল সকল যুদ্ধবাজ।
 
একজোট হয়ে শপথ করো সবে
একলা হতে দেবো না পণ করি,
প্রতিবাদের কন্ঠ ছাড়ো জোরে
বসুন্ধরায় ঝরুক শান্তি বারি।
 

0 Comments
Leave a reply