খুব ডাকে শীতপাখি শীতটাকে গায়ে মাখি
সকালের রোদ মিঠে সোনা;
থোকা থোকা গাঁদা ফুলে শীত হাওয়া এলোচুলে
কুয়াশার মিহি জাল বোনা।
দাঁড়ে বসে টিয়াপাখি শীতে করে ডাকাডাকি
কুণ্ডলী পাকিয়ে শুয়ে ভুলো;
‘খেজুর রস‘ যে ডাকে … পাড়ার পথের বাঁকে
হেঁকে যায় ফুলকপি মুলো।
নলেন গুড়ের বাসে মনটা যে ভরে আসে
ভাজে বুঝি কেউ ভাজা পুলি;
আয়েশে লেপটা টানি কান মাথা ঢেকে আনি
সোয়েটার কখনও না খুলি!
মাইক বাজিয়ে হায় … কে চড়ুইভাতি যায়
মাঠে মাঠে ক্রিকেটের খেলা;
বড়দিন চলে গেছে … বইমেলা খুব কাছে
শীতের প্রথম সেই বেলা॥