রূপকথা

লিখেছেন:রিনি নাথ

রূপকথা ভালোবেসে
মেলেনি কোথাও কোনো
বুকচেরা কোটরের অমূল আশ্রয়।
চারাগাছ-
সেও মহীরূহ একদিন …
বুড়ির চুলের মতো বিষ বংশধর 
বাতাসে ছড়ায় -
রক্তবীজে ভরা কলস
অসময়ে প্রসব করে
রক্তমাখা দিন।
অবিরল রক্তপাতে জেনে যাই
রূপকথা নয়,
মায়ের কোলের মতো মাটিই আশ্রয়
সীতাদের জীবনে।

 

0 Comments
Leave a reply