রাগিণীর রাগ হয়েছে মুখে দেয় নি ভাত
শূন্য পেটে ঘুম ছুটেছে, জাগছে সারা রাত।
নাকে আসছে মাংস-গন্ধ,
রান্নাঘরের দরজা বন্ধ -
হয়েছে পোলাও, গন্ধে সে তার এমনি কুপোকাত।
উঠবে সে কি, খুলবে কি খিল?
উঠবে জেগে বিশ্ব নিখিল,
ভুল করেছে? এইবার সে বাড়িয়ে দেবে হাত?
খুট করেছে আওয়াজ সবে
ভাবছে সবাই ইঁদুর হবে,
দশ মিনিটে সব কিছু শেষ - শূন্য ভুখা পাত।