প্রতিবাদী সব মুখ

লিখেছেন:সুতপা সোহহং

জাগ রে মেয়ে, জাগ এবারে
দা খানি ঝলসিয়ে।
জাগ রে পুরুষ ডাক সবারে
অস্ত্র হাতে নিয়ে!

অনেক হলো ভয়ের জীবন 
অনেক হলো রাত।
এবার শুরু আলোর ভুবন
সাহসের সব হাত!

কে ফেরাবে উৎ-শবে রাজ
কে ঠেকাবে তাজ!
প্রতিবাদই উৎসব আজ
বিদ্রোহী রণসাজ!

যে সাপেরা তুলছে ফণা
করছে নাকি ফোঁস!
লাঠি দিয়ে দুই ঘা মেরে
থেঁতলে দেবো রোজ।

নারীর শরীর দেখেই যারা
কামুক চোখে চায়।
এবার থেকে উপড়ে নেবো
ঘরে কিবা রাস্তায়।

ট্রেনে বাসে নোংরা ছোঁয়া 
নোংরা কথার তীর।
কাঁটা কম্পাস গুঁজে দেবো
কোমরে সেফটিপিন।

'না' মানে 'না' 'হ্যাঁ' মানে 'হ্যাঁ' 
মানবে না তো যারা।
তাদের জন্য আগুন আছে 
কেরোসিন পাহারা।

ধর্ষিতারা যায় নি মারা
বুঝবে পদে পদে।
সব মেয়েরাই দেবী দুর্গা 
ধর্ষকাসুর বধে!

 

0 Comments
Leave a reply