ব্যস্ত নদীর পাড় ঘেঁষে তোমার আনাগোনা
তারই পাড় জুড়ে মাথা নাড়ে ঘন কাশবন
হিমেল বাতাস বয়ে আনে মরা গোলাপের ঘ্রাণ।
এখানে সন্ধ্যা নামে ধীর পায়ে
পড়ন্ত বিকেলে ডানা ঝাপটায় পরিযায়ী দল।
রাতের আকাশ কালিমা মোছে পূর্ণিমার চাঁদে।
প্রতি রাতে আঁচড়ে যায় হিংস্র শীত
ঘন কুয়াশা আমায় আগলে রাখে।
গতির আবেগে হঠাৎ থমকে দাঁড়ায় সময়
দিয়ে যায় সে কত স্মৃতি অবক্ষয়---
তোমার বাড়ি ফেরার পথ ঢেকে যায় ঘন কুয়াশায়
আকাশে তারার চোখে জেগে থাকে পাহারা।
পুবের আকাশ রক্ত মাখে
তখনও জেগে একটি তারা।
ক্লান্ত মাঝির দল ঘরে ফেরে
কত দিন রাতের খেলা সাঙ্গ হয় এই নদী বুকে।
ভেসে যায় কত পালতোলা নৌকা।