এক ঝড় উঠেছে বিশ্ব জুড়ে
পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে
স্বর ভেসে আসে কানে।
মুখরিত দাবিতে অথবা মৌনতায় ভেসে যায়,
শিশুরাও মেলায় নরম পা!
আবাল বৃদ্ধ বনিতার শরীর জুড়ে শুধু হৃৎস্পন্দনের ওঠাপড়া।
ধেয়ে আসে প্রবল কলরোল আগুনের দীপ্যমান শিখা ;
উঠোন জুড়ে আদুরে রোদ কাশবন শিউলির আগমন,
মূর্তি যে আজ কল্পিত না আমাদেরই আপনজন।
ধরায় পেতেছে আসন মৃন্ময়ী মা, চিন্ময়ীর আবাহন।
চোখে নিষ্পাপ হাসি, তারুন্যে ভরা যৌবন,
অকালে ঝড়ে পড়া পদ্মের মৃনাল
জলে ভাসে প্ৰতিমা
ভেসে যায়, ভেসে যায়, আমাদের রংহীন চেতনা।