দৃপ্ত পায়ে

লিখেছেন:রমা বিশ্বাস

আমিষ কটু গন্ধে ভরে উঠেছে বাতাস
হিংস্র শ্বাপদের দল ওৎ পেতে ঝোপের আড়ালে
পরিণত লোভ ফণা তুলে
লেজে ভর দিয়ে হিংসায় প্রখর

কানাগলি জুড়ে শুনশান নিশুতি
          ট্যারা হয়ে আছে একফালি চাঁদ
ল্যাম্পপোস্টের মরা আলোয়
বোবা কুকুরেরা কেন্নোর মতো গুটিয়ে ফেলেছে নিজেদের 
সর্বনাশ হওয়াই সহজ ছিল

কিন্তু ভীরু দুটি চোখ আজ ফসফরাসের মতো জ্বলে 
          অবজ্ঞায় পিছনে তাকায়
ঘেন্নার একদলা থুথু ফেলে মাটিতে
বারুদে ঠাসা ইমারত, মবিলে ভেজানো মূল্যবোধ 
          লালসা জর্জিত শ্বাপদের দল থাক পড়ে।

ঝড় যদি ওঠে পুড়ে যাবে সব 
বিপন্ন দূরভাষে কিছুপর চিকণ গলা
          ‘মা, আমি পৌঁছে গেছি বাড়িতে।’

 

0 Comments
Leave a reply