তিনকাল গিয়ে এককালে ঠেকেছে কবে
বুড়ো শিবের গলায় আটকে আছিস দড়ির মত
দোল খাচ্ছিস ভাঙা বটের শাখায়
বীভৎস বলিরেখা বেয়ে সোজা তাকালেই ওই যে কোপাই
ধোঁয়া ওড়ে
মাঝদরিয়ায় আগুন লেগেছে
পোড়া রুটি সেঁকে নিতে নিতে মৌতাত
কী এক আশ্চর্য জয়েন্ট
ভেসে আছি সূর্যের কাছাকাছি
গলন্ত বিকেলে এককাল অনাড়ম্বর মাছি হবার অপেক্ষায়
ঝুলে আছি, থাকব
ত্রিনয়নের কাছাকাছি শনির যে থান
আটপৌড়ে শাড়ি পরে রক্ত বমি করব সেখানে উল্লাসে
তোদের দেখলে -
তোদের দেখলে আমার রক্ত ঝরে চোখ থেকে
বিবমিষা হয়
কাপড় পর্যন্ত খুলে নিবি হারামি
?