শাসক
তোমার ক্ষমতা কত
প্রতিপ্রশ্নহীন যত
আনুগত্যে ছড়াও বীজ।
এখন
তোমার রক্তে ধোয়া হাত
তোমার মিথ্যে অজুহাত
হবে সবটুকু খারিজ।
আজ
পথে নামছে যে শহর
তারা ক্ষমতার জঠর
থেকে জন্ম নেয়নি তো-
তাই
তোমার বদ্ধ ঠাণ্ডা ঘর
জানেনা যে এর উত্তর
শাসনযন্ত্র স্তম্ভিত।
বড়
অন্ধকার এ মধ্যরাত
তবু মুষ্টিবদ্ধ হাত
আলো আনবে ছিনিয়ে।
তুমি
কিছু বুঝতে পারছনা
ক্ষমতা কি সোনাদানা
এদের কিনবে কী দিয়ে?
শুধু
তোমারই বিরুদ্ধে নয়
শুধু মেয়েটির জন্য নয়
এ লড়াই বড় অনেক।
মানুষ-
সে বাঁচিয়ে রাখতে চায়
ধূসর বুকের বাঁদিকটায়
শুধু একটি শব্দ - বিবেক।