সব অন্ধকার কখন শব নিয়ে নীরবে
সমবেত
দু'হাত পিচ্ছিল
কারো পক্ষেই সম্ভব হচ্ছে না আগুন
জ্বালানোর
আলোময় পৃথিবী কখনো হয় না জেনেও
সকলে শুয়ে আছে শ্মশানে
এখানের পর্ব শেষ করে নবজাতক
আনবে নিরাময়ের আশ্রয় থেকে
আগুন থেকে শীতল বাতাসের দিকে
ধাবিত এই পৃথিবী