এক পরতের কবিতা
বৃষ্টি কিনতে বেরিয়ে
মেঘ নিয়ে ঘরে ফিরেছি
এখন সে আমার কাছে লালিত পালিত হচ্ছে
বর্ষায় ওকে উড়িয়ে দেবো আকাশের কাছে
কথা দিয়েছি
প্রেম এক পরতের দান
তাকে কি ধরে রাখা যায়
কেন যায়না এ কথা জানতে চেওনা
শব্দকলা
এক একটি অক্ষর জুড়ে শব্দ তৈরী হয়
আর এক একটি শব্দ জুড়ে বাক্য ও পংক্তি
তারপর সে আড়মোড়া ভেঙে উথালপাথাল হলে
শব্দকলায় জানান দেয় এইযে এখানে আমি
আমি শুধু তাতে মোম জ্বালি
আদর ও সোহাগ জানাই
এরপর সে কতটা প্রকাশে থাকবে না থাকবে
মন জয় করবে কি করবেনা তার ব্যপার
আয়নার আলোছায়ায়
স্তনের হাহাকারে চুঁইয়ে পড়ে দুধ
আর মাতৃত্বের আঁধারে ঢুকে পরে ক্ষুধান্ন
আমি শুধু তাকে হাত ধরে থালার সামনে বসাতে পারি
জিজ্ঞেস করতে পারি সংসার বলে কি কিছু আছে
অলস দুপুর ধায় নদীপাড়
এসব কথা কেউ না জানলেও খুব গোপনে টুকে রাখে
আয়নার আলোছায়া