দুটি কবিতা

লিখেছেন:ঐন্দ্রিলা চক্রবর্তী

নারী

যখন একা, তখন স্বতন্ত্র 
যখন দৃঢ়, তখন লক্ষ্যভেদী ।
দাবানল জয়ী শেরম্যান বৃক্ষের মতো 
জীবন যুদ্ধে অবিচল ।
এই ব্রহ্মাণ্ডের ঔরসজাত
এক কোমল স্ফুলিঙ্গ যেন। 
চিনলে না ?
চিতায় ঝলসে যাওয়া,
রাজসভায় নগ্ন হওয়া
            ত্রিকাল জয়ী এই নারীকে!!

ফিনিক্স 

জীবন থেকে সন্ন্যাস নেব
              এক প্রহরের ভালোবাসার জন্য। 
সলিলে সমাধি হোক
               তবু তোমার চুম্বনের স্পর্শ চাই !
কৃষ্ণগহ্বরের নাভিতে ডুব দিয়ে
               ফিনিক্স হয়ে ফিরবো শীতকাল জুড়ে
তোমার ওই তসরে গরদে ওমে।
তবু জানি, এত অপেক্ষার পরও,
              জীবন শুধু বার বার 
                       জন্মান্তরের চক্রব্যূহে হারিয়ে যাবেই।
 
দূরের আকাশে,
              যে অনন্ত কালশিটে আঁকা আছে,
                        সে আমার অনুরাগ।
নিখুঁত মনোহরণ বৃষ্টি? সে তো
              দিগন্তের আকাশ ভাঙ্গা কান্না 
তবু আর একটা
              গ্রহণের সকাল আসুক।
অমাবস্যার আকাশ জুড়ে
              আলোর অনুভব আঁকব নিশ্চিত ।।

 

2 Comments
Leave a reply