ধর্ম
ব্যবসার অন্যতম উপকরণ, উপাদান। বিনা পুঁজিতে সহজ রাস্তা। পাবলিক খায়। বেশ ভালো খায়। খেলে ভালো নেশা হয়। নেশার টানে স্বাক্ষর - নিরক্ষর সবাই ভিড় করে। অজ্ঞতা আমাকে অসহায় করে দেয়। জানি আগুনে হাত দিলে পুড়ে যাবো। তবু পোড়ার আনন্দে.... ভয় ভক্তি ভরোসা ভগবান।
জেনে শুনেও বলতে পারছিনা জাত নয় ভাত চাই।
যুদ্ধ
ঘর থেকেই শুরু। ঘরে বাইরে সর্বত্র যুদ্ধ। দিনরাত লড়াই। রোটি কাপড়া আউর মাকান এর জন্য
রাতদিন এক করে জাতহীন ধর্মহীন বর্ণহীন লড়াই।
এই যুদ্ধে সবাইকে যেতে হয়। ভোর হলেই দোর খুলেই লড়াই। দেশের জন্য যুদ্ধ রাজার মর্জিমাফিক। পেটের জন্য লড়াই প্রতিমুহূর্তে। যারা যুদ্ধে মরে তারা যুদ্ধ চায়না। জীবনযুদ্ধের সারথী পেতেও যুদ্ধ করতে হয়। লড়াই বিনা চিড়া ভেজেনা। জীবনের প্রতিটি ইঞ্চিতে লড়াই বিদ্যমান।
শান্তি
চাই বললেই পাওয়া যায়না। পাবো বলে এতটা পথ হেঁটে এসেও দেখা মেলেনি। পাবো ভেবেই এগিয়ে যাওয়া। কেউ পেয়েছে বলে শুনিনি। শুনেছি মরণের ওপারে আছে।
সবই গল্পকথা। শোনা যায়। দেখা যায়না। মন বুঝানো।
শান্তিকে ডাকলেই অ আগে বসে যায়। কী জ্বালা!!
নাস্তিক
চেষ্টা করে অনেকে কিন্তু হতে পারে কই। সাদা ধুতি সাদা রাখা কষ্টকর। সংখ্যায় কম। দেখা প্রায় যায়না বললেই চলে। দেখা গেলেও রঙ করা। আসল নয়।
এটা সংক্রামিত হলে ভালো হয়। নাস্তিক একটা সংক্রামিত অসুখ হলে ভালো হতো। মুখ আর মন সাদা হতে হবে। সাদা কালো হলে ছবি ভালো আসবেনা।
রাজনীতি
বিশ্বাস না করলেও সত্যি রাজনীতি এখন মানুষের আসল ধর্ম। এখানে নিরক্ষর শাসন করে বিদ্যালয়কে। যে কেউ অংশ নিতে পারে এই যেমন খুশি তেমন সাজো খেলায়। ইচ্ছেমতো বদলে নেওয়া যেতে পারে জামা। সর্বোচ্চ ক্ষমতার অংশীদার হয়ে নিজেকে ভগবান ভাবা যায়। জনগণকে পিলার করে ক্ষমতার শিখরে যাওয়া যায়। প্রয়োজনে প্রিয় জনগণ টান মেরে ফেলে দিয়ে খানখান করে দিতেও পারে। আলাদীনের আশ্চর্য প্রদীপ।