দুটি কবিতা

লিখেছেন:অলোক রায়

 

মহাজন

যে খেলায় আমি মেতেছি রাধিকা
সে খেলার শেষ পড়ে না চোখে
কংসের বধে কুরুক্ষেত্রে
একদিনও আমি ভুলিনি তোকে।
 
সেই নীল শাড়ি বৃষ্টিতে ভেজা
আঁখিপল্লব লজ্জায় ভারী
অঞ্চলে কিছু জুঁই ফুল বাঁধা
আজও ঘিরে থাকে সুবাস তারই ।
 
শ্রাবণে যেদিন রাজকাজে ছুটি
অঝোর বৃষ্টি আঁধার দিন
ভাবি বসে বসে শোধা হ'ল নাতো
রাধিকার দেয়া প্রেমের ঋণ ।
 
হাজার রানিতে দিতে পারে না তা
তুই যত দিলি হিসেব আছে
তোর কাছে আমি খাতক রাধিকা
মহাজন আর সবার কাছে ।

 

নক্ষত্রের রাত

জোনাকির রসটিপ আকাশের কিশোরী কপালে
ক্রমে ক্রমে ফুটে ওঠে দূরে অন্তরালে
 
অন্ধকারে নিরিবিলি একাকীর শব্দহীন রাত
অশরীরী জননীর পরিচ্ছন্ন সুশীতল হাত
স্পর্শেছে কপালে আর
মৃদুকণ্ঠে গাওয়া গান তার
ভেসে যেন আসে আজ সজল বাতাসে
তারপর ? কেউ নেই পাশে
 
ছলাৎ ছলাৎ জল নদীটির পাড়ে
একেক জনের নৌকা আসে থামে ছাড়ে্
কার তরী ভেসে যায় দূরপথে ঘুরপথে বেঁকে
আকাশ তাকিয়ে থাকে কপালেতে জোনাকির রসটিপ এঁকে

 

0 Comments
Leave a reply