প্রায় শূন্য প্ল্যাটফর্ম, হাঁটাহাঁটি দুএকটি, মন্থর
কারোর অপেক্ষা, কেউ আসবে বলে এখনো আসেনি!
কাছাকাছি বৃক্ষসব, একটা দুটো পাতাকে পাঠায়
যাও, দুদণ্ড থাকো ওর কাছে
ও একা, কাঙাল বড়ো; শব্দ ভিখিরি
শব্দ খুব সংক্রামক, নীরব হত্যাকারী, অনন্তকুহক চোখে তার
নাছোড়, পাশেই বসে ভূমিকাবিহীন:
আমারই আসার কথা, ভুলে গেছো--
যতোদূর বিস্তৃত এ অভিমানমেঘ, আদিম, সরল
তোমার জ্যোৎস্নাটুকু অপেক্ষার মোহে পুড়ে যায়