বুকের মাঝে জমা অন্ধকার
আমাকে চিনিয়েছে
দুঃখে টুপটুপ করে পড়া বৃষ্টির শব্দ
ক্ষোভে শোঁ শোঁ করে বওয়া ঝড়
হতাশায় এঁটেল পলি
বিশ্বাসঘাতকতায় শুকনো কুয়োর বিবর্ণতা
প্রতিশ্রুতিতে খাবারের বাসি গন্ধ
প্রত্যাখানে পাতাঝরার বিষণ্ণ সুর।
অন্ধকারে হেঁটেছি অনেকটা পথ
পৌঁছেছি গভীর গিরিখাতে
পেয়েছি ব্যথার বাইবেল
করেছি অধ্যয়ন।
আকাশে ওড়ে ফিনিক্স পাখি
শব্দ ঝরে বাতাসে
লেখা হয়েছে নূতন থেরীগাথা
ভেঙে পড়া মানুষগুলোর জন্য
ফিরবে অন্ধকার থেকে আলোর পথে।