ভিড়ভাট্টা চৈত্রসেল - মাসের শেষে পকেটে টান
আগুন রঙা পলাশ, সেসব দিন ফুরিয়ে এলে
বুঝতে পারি এভাবে নয়; আলো জ্বলে না আশায়
আবিরের গন্ধ ঝাপটা মারলে নাকে, মনে পড়ে
বেড়েছে বদহজম, তারই মধ্যে কে হাত ধরেছে
তাই পিচকিরি রঙ বিক্রি হয় অস্থায়ী দোকানে।
কতদিনের স্বপ্ন এসেছে লাঠমার হোলি হয়ে
কৃষ্ণ সেজে প্রতিটা পুরুষ ছুঁতে চায় রাধানাম,
কে ধরা খায় অবার কে সিঁধেল চোর। চিন্তাগুলো
বসন্ত ভাসিয়ে নিয়ে যায় - কত জন্মের প্রবাহে,
আমরা শুধু সামান্য নেশার আয়েসে ভুলে থাকি
নববর্ষ, কত জন্ম আগে ফেলে আসা খেলাধুলা