মৃত্যুর আগে লেখা

লিখেছেন:দেবাশিস মুখোপাধ্যায়

বুধবার এসে বোধের গভীরে দিল নাড়া

মরণ মধুর না যন্ত্রণা কে লিখবে মরণের পরে 

রণক্ষেত্রের থেকে ফিরে কিম্বা হাসপাতালে

যে বলে মৃত্যু দেখেছে সেও ডাঁহা মিথ্যে কথা বলে 

সমস্ত সংলাপের শেষে কিছু বলার থাকে না

রঙ্গমঞ্চ অন্য পালার জন্য অপেক্ষা করে

হরির দিন এভাবেই যায় 

সন্ধ্যার এই হয়ে ওঠার ভিতরে রহস্য

অন্ধকার নেমে এলেই সবাই অন্ধ

পূর্নিমা নামের মেয়েটিকে ছুঁয়ে

লিখে রাখে চিত্রকল্পকথা

 

কেউ লেখে বরফের দেবী

অ্যাসিডে পোড়া ঘা নিয়ে গল্পটির

কান্না পায় কিন্তু

কেউ লিখে রাখে নরম পাহাড় আর

সবুজ উপত্যকার রূপকথা

কথাগুলো পায়ের ডিমে এসে থামে

আর মর্গের টাঙানো কার্ড ছুঁয়ে

সুন্দরীর বিক্রি হয়ে যাওয়ার করুণ

হতাশা তার লেখাকে ধোয় শুধু ধোয়

0 Comments
Leave a reply