১
কানু নাকি মোটে বাজাতো না বাঁশি, বিয়ের সিজনে সাজাতো কনে
শকুন্তলা আংটি হারায় পাইকপাড়ায় পাইন বনে
যুধিষ্ঠির নকল নোট ছাপতো বেশ
লব- কুশের রাম- বিজয় গটআপ কেস
এই গবেষণা কেউ মানছে না যতই বলি না নীচু টোনে।
২
ন্যাড়া যায় বেলতলা বারবার
মাথা নিয়ে মাথা ব্যথা নেই তার
শোনে না প্রাচীন মানা
ঘনঘন আনাগোনা
কুড়িয়ে পেয়েছে এক হেলমেট যেন কার।
৩
ভুশণ্ডিতে শিল্পী ভূতের কম্পিটিশন মধ্য রাতে
দেশ- বিদেশর তিনশো জুটি উঠলো মেতে নৃত্যগীতে
হাড়ের পদক- কী সে শোভা
সেরা হলো গুগাবাবা
হবে না কেন, সুর কথা যে সবই ছিল সত্যজিতের!
৪
শব্দেরা বলে দিল দাঁড়ি কমা মানি না
শুনে কমা কোলনের. কতো কানাকানি না
বিস্ময় মুচকি হেসে
মত দিল অবশেষে
আমাদের ছেড়ে আহা কী ফোটাবে বাণী না!
৫
বাঘের মাথায় টাকের বাহার, আহার নিরামিষ্য
নয়তো তিনি সন্ত- সাধু, নয়তো গান্ধী বাবার শিষ্য
তাঁর বাঘিনী কালনাগিনী
রাগ হলে চুল ছেঁড়েন পতির- এ এক অতি কমন দৃশ্য!
৬
বাঘের মাথায় টাক পড়ে যায় স্বপাকে খায় হবিষ্য
মাছ মাংস পাবেন কোথায় ব্যাংক ব্যালেন্স নিঃস্ব
না পেয়ে গাড়ি, গয়না শাড়ি
গিন্নি তাঁরে গেছেন ছাড়ি
চুল থাবিয়ে গর্জে গেছেন - রওনি কেন ভীষ্ম।