মনমাঝি,
তিতাসের বাঁকে বাঁকে ধুসর পাল তোলে
মন খারাপের শ্লোগান
দিকবদলকে ধরবো পুনরায়…
তাই আমার বানিজ্যিক হাওয়া বাতিল!
দুঃখজাত অক্সিজেনগুলো গুমড়ে মরে…
ক্লীভেজে লেখা আছে প্রণয়ের ইতিবৃত্ত!
সেরিবেলামে তখন হ্যালো চেক, হ্যালো মাইক…
শুধু বিদ্বগ্ধ হৃদয় জানে আমার মৌনতার ভাবনা
ভাঁজে ভাঁজে, কার আশ্লেষ… কে ? সে!
তুমি কবি… নও কি?
প্রগতির প্রণেতারা বাক স্বাধীনতায় লাগিয়েছে লাগাম।
আর তুমি কাঞ্চনজঙ্ঘা ছুঁয়ে
নদীর মোহনায় খুঁজেছ তোমার অজস্বর।
আমি শুধুই ঘুঁটেকুড়ানি… হাঁটু গেড়ে বসি প্রাসাদের এজলাসে।
নগ্ন বিষাদের জন্মক্ষণে…
শরীরে ঢেউ তুলে তোমার কবিতারা উঠে দাঁড়ায়
তোমার স্বরবর্ণ ব্যাঞ্জনবর্ণের আঁকিবুঁকি ছুঁয়ে থাকে শব্দ-শরীর!
যন্ত্রণার নীলাভ আগুনটুকু ছুঁয়ে থাকে
অমিয়ধারা শান্তির বারি হোক তোমার
ঝরঝর প্রাণবন্ত থাক… আষাঢ়-শ্রাবণ।