১
তুমি ঈশ্বর না হলেই খুশি হতেম!
হে আশু-আকাশ প্রিয় সমাগম
তোমার আসার আশায় ভরপুর
অশক্ত কলম, অশ্রুরত বাক্য।
২
ধ্যানের গালিব তুমি!
ভাসিয়ে দাও শোক, কিছু প্রস্তাব আঁকো
আয়ুরেখার কিনারায়! বাতাসের ঝংকারে
উথলে ওঠে মেঘের ভ্রূণ! কৃপণ না হও প্রিয়ংবদ!
ঝরাকালে বৃষ্টির চুমকি লিখো ধরণীর ধ্বনিতে।
৩
সুশ্রীগোধূলির অপেরায় সাজিয়েছি তোমাকে।
তবু কিছুতেই নামটি আনছি না প্রকাশ্যে। পিতলবাক্সে
আধা আলেয়া, আধা অন্ধকার। কিছু বিদ্যুৎবরণ আবিষ্কার।
পিছল তনু অতল তপস্বিনী, কবেই ধরা পড়েছি তোমার কমণ্ডলু-সমূহে।
৪
তারপর তো বাউলের বীণা, ফকিরের কান্না।
তোমার দূরবাদল, দুপুর আর বিকেলের শ্যামবর্ষা।
সহস্র আহা আঁকা আহ্লাদ! কৃষ্ণচূড়ারথে দোল খায় অপরা ঝুলন।
রাজশয্যায় যা খুশি করো। কিন্তু আমার ভালবাসায় নজর দিও না বাঁকে!