কালবৈশাখী

লিখেছেন:অমিত কুমার সাহা

সারাটাদিনে যতবার একলা হই
নিজের মতো করে;
ঠিক ততবার, ঠিক ততবারই
মৃত্যুচেতনার চোরাস্রোত বয়ে চলে
জীবন আলেখ্যর প্রতি পৃষ্ঠায়।

একসময় সময়ের চৌকাঠ ভেজায় শিশির;
পড়ন্ত বিকেলেও ভিড় জমায় জানালায়
চৌকো রোদের ঘরে ফেরার গান।

আমের মুকুলের এলোমেলো গন্ধ
জানান দেয় সদর দরজায়:
কড়া নাড়ছে

                 আসন্ন কালবৈশাখীর
অবিচ্ছেদ্য ধারাবাহিকতা।

 

 

0 Comments
Leave a reply