ফিরে যাওয়ার আগে মাঝিও কী চিনে নেয় ডাঙার অনুরূপ
আমি মুহূর্তে মিলিয়ে যেতে দেখি শ্যামল অতলে,
যেন ছলাৎ তক্ষক হারিয়ে গেছে হাতের শিরায়
বিড়বিড় করে ওঠে বাতাস
কত শ্যাওলা ঘাই মারে শেষবসন্তের বিবস্ত্র ভাঙা কুঠিবাড়ির শূন্য দুচোখে
বাঁচতে চাই
কিন্তু সময় জানি না কী আক্ষেপ মেলে রেখেছে ডানা আদিম সাগরে
ডুবতে যাই
যদিও ফিরে আসি ছাতিমের নিবিড় প্রলাপে
এই প্রহেলিকা
এই যে গুঞ্জন শুনে কতই হয়েছি মাতাল বেওকুফ
তোমাদের বিষাক্ত সন্ধ্যায়
অহরহ মুক্তি মেলেছি তটহীন ভাঙা বেহুলা নগরে