কিছু কথা এমনই হয় সময় কি অসময় --- পুরোনো সেতু বন্ধনে কত মুখ নতুন হয়ে ওঠে বিশ্বাসে মেলানো আংশিক কিছু কথা বদলে যায় এটাই স্বাভাবিক তবুও, আশ্রয়হীন অনন্ত বিশ্বাস নতজানু হয়ে মিশে যায় পরিপাটির সাগরে
আর তোমরা দেখো রূপকের অনন্ত সন্ধ্যে।
0 Comments
Leave a reply
গোটা পৃথিবী নাকি এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছ! অন্তর্জালে হাতের মুঠোয় চলে আসছে সমস্ত তথ্য। কিন্তু গোটা পৃথিবী হাতের মুঠোয় আনতে গিয়ে ঘরের কাছের শিশির বিন্দু চোখের আড়ালে চলে যাচ্ছে নাতো? এই প্রশ্ন নিয়েই পথ চলা শুরু ‘পুরোগামী’-এর। ‘পুরোগামী’ চেনা পরিবেশে চেনা জিনিসের কার্যকারণ, যুক্তি আরও একবার মনে করিয়ে দিতে চায় সবাইকে। ‘পুরোগামী’-এর ইচ্ছে এইটুকুই।