কিছু কথা এমনই হয়
সময় কি অসময় ---
পুরোনো সেতু বন্ধনে কত মুখ
নতুন হয়ে ওঠে
বিশ্বাসে মেলানো আংশিক কিছু কথা বদলে যায়
এটাই স্বাভাবিক
তবুও,
আশ্রয়হীন অনন্ত বিশ্বাস
নতজানু হয়ে মিশে যায়
পরিপাটির সাগরে
আর তোমরা দেখো রূপকের অনন্ত সন্ধ্যে।