দুটি কবিতা

লিখেছেন:দেবাশিস মুখোপাধ্যায়

১.

নদীর কাছাকাছি

 

নিজের ভিতর জেগে একটা নৌকা
নদীতে মেঘের স্তন 
চুম্বনের শব্দ ধরে আছে
 
ওপারে কে বসে আছে একলা বালুচরে
ঝিনুক ভাঙা শেষ হলে
আঁশগন্ধ আর অর্ধেক চাঁদের ঝুলে থাকা 
আগুন ঠিক চিনে নেয়
সমস্ত গোপনীয়তা
শূন্য খাতায় প্রকাশিত হলে
এই পুড়ে যাওয়া
একটা গান স্মৃতিকে ডাকছে 
 

২.

পৌঁছানো

 

তুমি আমাকে অনুসরণ করে
এই মন্দিরের আশ্রয়কে
বিশুদ্ধ করে তোল
 
সমস্ত পুস্তকের লেখা কখন মিথ্যা
 
গলি থেকে গলি পেরিয়ে
নিজস্ব আয়না খুঁজে পাই
 
তুমি আমাকে তুলে দিচ্ছ ট্রেনে
মেঘের পাহাড় পেরতে পেরতে
নির্দিষ্ট গন্তব্যেআমি ফর্সা হয়ে উঠছি

 

2 Comments
  • avatar
    Samiran Ghosh

    19 January, 2024

    দুটো লেখাই খুব ভালো লাগল।

  • avatar
    Debasis Mukhopadhyay

    19 January, 2024

    অনেক ভালবাসা দাদা, আপনি পড়লেন, মতামত দিলেন এটা একটা বিরাট প্রাপ্তি।

Leave a reply