১
সংশয়
বিকেল ক্রমশ বিবর্ণ হচ্ছে
মেঘের বোতাম ছিঁড়ে--
নেমে পড়ছে কুয়াশা,
আর একটু পড়েই ঢেকে যাবে
পড়ন্ত সূর্যের মুখ,
ডুবে যাবে মায়াবী তেপান্তর।
তোমার শরীর জুড়ে--
এখন শীত, আজ সমস্ত
কম্বল তাপহীন।
সংশয়ে আছি রাতের পাতে
পড়বে কি, আউশ চালের ভাত??
২
চিঠি
তোমার চিঠি পাইনা কতকাল
মধ্যরাতে স্টেশনে বসে
মনে হয় তোমার কথা।
সম্বিত ফেরে চা-ওলার ডাকে।
তোমার গান শুনি এখন
ইউটিউবে।
বৃষ্টির রাতে এখনো ভেজো
একা-একা?
কখনো চিঠি লেখার কথা
মনে হলে জানিও
দু-জনের হাতে লাগানো
সেই টগর গাছটার কথা।