#
রাত্রি সংলাপ
ঝিঁ ঝিঁ ডাকছে,
প্রখর হচ্ছে রাত
ডুবে যাচ্ছে এ জানালা ও জানালা থেকে আসা
টুকরো আলো, বাসনের আওয়াজ, গলার স্বর
ক্রমশঃ ক্রমাগত…
এ যে কী আজব নেশা
অন্ধকার থেকে শব্দ খুঁটে
প্রশান্তির জাল বোনার!
শুধু নিস্তব্ধ থেকে নিস্তব্ধে…
হেঁটে যাওয়া একটা জন্ম।
#
শুভক্ষণ
দু’হাতে কেমন আলোগুলো সরিয়ে নিতে নিতে
দরজা জানালা বন্ধ হয়ে গেল…
সজোড়ে কেউ অন্ধকার নামিয়ে নিয়ে এল
জ্বেলে রাখল একজোড়া বিশ্বস্ত চোখ
পবিত্র হলো পেতে রাখা আসন
ওহে হিতৈষী!
পিঠ ফিরে বসো!
জ্যোৎস্নাও প্রবঞ্চক এ শুভক্ষণে।