অস্তিত্বের অলীক আলিঙ্গন
ধূসর যাপন ডানা মেলেছে
অলস স্বপ্নেরা অতিক্রম করছে অলীক মাঠ
বিফলতা ঘিরে ধরেছে নির্জন দুপুর
অস্তিত্বের অলীক আলিঙ্গনে তোলপাড় কবরডাঙ্গার নৈঃশব্দ্য
প্রগতিশীল ভ্রুকুটি দীর্ঘশ্বাসের কারাগারে বন্দী
হিংস্র অন্ধকার বেয়ে নেমে আসে প্রলয়
মুক্তির ঘাটে ঘাটে জ্বলে কামনার দীপ
রুক্ষ উপেক্ষা দলিল বিষাক্ত ছোবলে জর্জরিত
নিবিড় আলিঙ্গন চুঁইয়ে নেমে আসে কুয়াশা
অভুক্ত সময়ের হাত ধরে বাজে যন্ত্রণার পেন্ডুলাম
নবান্নের মাঠে খোলস ছাড়ে বসত ভিটার সাপ
সময় মাপে প্রলম্বিত চরাচরের দ্রাঘিমা
প্রজাপতির ডানায় আঁকা ধূসর ঈগলের ক্রুব্ধ উল্লাস
দীর্ঘশ্বাসের পদবী ঘিরে ঔদ্ধত্যের আস্ফালন
ঔপনিবেশিক ফর্মুলায় চলে ঐতিহাসিক পীড়ন
উত্তরণের তথ্য লোপাট হয় সংখ্যালঘুপাড়ায়
আমরা নিচে উঠি
বোধ হীন প্রেমের গান
অনুভূতির আকাশ দীর্ঘ হলে প্রেম মৃত্যুর অনিবার্য সংকেত পাঠায়
বেজে ওঠে শতাব্দীর মৃত ঘুঙুর
রূপসীর মুখে নেমে আসে পৌষের রাত
নেচে ওঠে স্বপ্নের ডানা কাটা পরী
নীল আকাশের কোণে একাকিত্বের গান করে ধ্রুবতারা
পড়ন্ত বিকেলের মিছিলে হাঁটে অর্ধমৃত শতাব্দীর নারী
নেমে আসে অন্ধকারের
মোহময় একাকীত্ব
কুরে কুরে খায় অস্তিত্বের খোলশ
জলশূন্য নদী পিপাসা মেটাতে মাখে কাঁকুরে বালি
রক্তাক্ত জোছনায় স্নান করে বিবেক
বোধহীন অস্তিত্ব মাথাচাড়া দিলে
বিলাসী ভ্রমণ তোলপাড় করে লোনাজীবন
কুড়োয় হাততালি --
নিঃসঙ্গতা ঘনীভূত হলে গেয়ে ওঠে কবরডাঙ্গার কোকিল
পৌষের রাতে ডেকে ওঠে ক্ষুধার্ত শিয়াল
মন্ডপে মন্ডপে বাজে প্রেমের ফাটা ক্যাসেট
জাগরণের ঢেউ আসে নবান্নের ধানে
নিবিড় আলিঙ্গন চুঁইয়ে নামে কুয়াশা
ম্লান আলোয় উঁকি মারে ক্লান্ত চোখ
আকন্ঠ মগ্নতায় ডুবে যায় দুটি চোখের পাতা
সন্দিহান আক্রোশ পাড়ি দেয় মৃত শহর