চেতনার চরাচর

লিখেছেন:সুজাতা দেব

চরাচর ভাসে জ্যোৎস্নায়
জ্যোৎস্না ঢাকছে শূণ্যতা,
অবচেতনকে ঘিরে থাকে
চেতনারহিত বন্যতা।

ভিজে যায় একাকীত্ব
একলা বৃষ্টি উৎসব;
ছায়া ছোঁয়া কায়াদল 
অবিরত করে কলরব।

একা পথ আলো চেনে
চেনা গন্ডিরা উন্মুখ,
নিয়ন আলোরা শুধুই
আলোছায়াদের সম্মুখ।

একঘেঁয়ে সাধা সুরে 
বেসুরো খেয়াল খুশি,
দিন বদলের পালায় 
হাত বদলায় রশি।

আসা যাওয়া শাশ্বত
শাশ্বত জীব প্রবাহ,
জন্ম মৃত্যু ঘিরে
আগামী আঁকে আবহ।

 

0 Comments
Leave a reply