বইমেলা

লিখেছেন:রুদ্রজিৎ পাল

ধুলো ঘাস টিনটিন, চোখে ছেলেবেলা,

সল্টলেকে ভিড় নামে, চলে বইমেলা।

কবি দেন সই,          হাতে হাতে বই

        লিস্ট হাতে রাত হল ভোর;

ম্যাগাজিন স্টলে,          লেখকের দলে

        তর্কটা জমে গেছে জোর।

 

আড় চোখ, লিপস্টিক, হাতে হাতে ছোঁয়া,

মাইকেল, ফেলুদা, সিগারেট ধোঁয়া।

মিঠে রোদ শীতকাল          “আনন্দে” গেছি কাল

        আজ তবে গুটি গুটি পায়ে

“পুনশ্চ”, “দেজ” আর          “ভ্রমণ” এর সংসার

        একবার কবি-আড্ডায়।

 

অটোগ্রাফ, সেলফি, ফেসবুক খোলা,

এক তাকে ঘনাদার সাথে দেখ জোলা।

আঁতেলের চুল ওড়ে, কাঁধে ভারী ঝোলা।

গানে নচিকেতা,          স্টলে হাসে নেতা,

        সভাস্থলে গদিগুলো বেশ!

একদিকে ঘাসে,         পটুয়ারা আসে,

        ক্যামেরায় থেকে যায় রেশ। 

 

0 Comments
Leave a reply