বিষাদ মেখে চেখে

লিখেছেন:রত্না দাস

দিন রঙিনের সঞ্জীবনী
সুধামাখা সেই বাঁধুনি
আজ কিয়দংশ মলিন
ভেসেছিল চাঁদ নীল শায়রে
জেগেছিল রাত বাহুডোরে
বাসন্তী চির নবীন।

দিগন্ত জুড়ে উঠেছিল ঢেউ
মনের মহল মুড়েছিল কেউ
বেণু মর্মর গাঁথা
সোহাগ ছোঁয়া আলিঙ্গনে
জোয়ার ওঠা আলিম্পনে
ভাষা নীরব কথা।

স্মৃতি লহর বাইছে তরী
রূপসী সে আহামরি
জাগায় বেদনা বিন্যাস
চোখের কোলে মুক্তো জমে
সুখের পারদ যাচ্ছে নেমে
অলস মনের কল্পবিলাস।

রাত আজও তন্দ্রাহারা
নিদ কোথাও নেই পাহারায়
অবিন্যস্ত বিস্রস্ত কেশপাশে
অপেক্ষা যেন অন্তবিহীন
সুর সাধেনা পুরনো ঋণ
নয়ন বয়ন রিক্ত কটুভাষে ।

 

0 Comments
Leave a reply