১
এইসব তৎপ্রাসঙ্গিক আলোচনার ইতি টেনে ধরা যেতে পারে, বেড়াল একটি ভোলাটাইল প্রাণী
২
প্রসঙ্গত আমরা যেসমস্ত বিদগ্ধজন, বেড়াল পাঁচিলের প্রাচীন ও সুপ্রসিদ্ধ রসায়ন সম্পর্কে পূর্নরূপে ওয়াকিবহাল তারা আর কখনোই স্খলনের ভয় পাবো না
৩
আজ আমাদের কর্মীসভার তৃতীয় বৈঠকে মাছভাজা ও মুড়ি প্রধান উপজীব্য ছিল। প্রসঙ্গত বিড়াল উপস্থিত থাকলেও মাছস্পর্শ করে নি
৪
পাঁচিলের পরম মমতায় ইঁটের পাঁজর ভাঙা খাস শহরের বুকে যেসব বেড়াল ম্যাও করতেই ভুলে গেছে তাদের আমরা শ্রেণীশত্রু ঘোষণা করলাম
৫
লং লিভ বেড়াল। বেড়াল দীর্ঘজীবী হোক