দেশের চিন্তা, দশের চিন্তা, করছি ভীষণ সজোরে,
তাদের নিয়ে প্রতিবাদ খুব, শক্ত বুকের পাঁজরে।
নিজের পেটে খিদে যখন,
ভাবছি তারা খাবে কি?
পেট ভরলেই ঘুম এসে যায়
এই প্রথা তো সাবেকী।
চাঁদের মানে যাদের কাছে ঝলসানো এক রুটিও,
শিখেছিলাম নিজেও খাবে,
তাদের কিছু জুটিও।
আজও যাদের রাত কাটে, স্টেশনে আর ফুটপাথে,
চিকিৎসা নেই আজও যাদের,
মরছে ভীষণ সস্তাতে।
তাদের জন্য ভাবছি কি কেউ?
কার বা কি এসে যায়?
কোনওমতে পেট ভরানো
আজও যাদের অভিপ্রায়।
আবার ভীষণ বিপ্লব হোক
লড়াইটা হোক সজোরে,
গর্জে উঠুক কলমগুলো
পড়ুক সবার নজরে।
তারাও একটু ভালো থাকুক
হার মানুক ওই টাকার জোর,
সবার মুখে হাসি নিয়ে
চোখ মেলে দিক নতুন ভোর।
18 January, 2024
খুব ভালো।সমাজের কঠিন বাস্তবের সঙ্গে প্রতিনিয়ত আমাদের লড়াই এবং একদল সমাজবিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ এরকম লেখার মাধ্যমে জারী থাকুক। আগামী দিনে আরো লেখা আমরা আশা রাখি।