বালির মাঝে

লিখেছেন:অগ্নিমিত্র

মন্দারমণি গিয়েছিল রুকু, বন্ধুদের সাথে। ... পরীক্ষার পরে এই যাওয়া। চাউলখোলা থেকে যেতে হয়। 

তখন ওখানে একটাই হোটেল। সারাদিন লাল কাঁকড়া দেখে রুকুর দিন কাটে। পাশের ঘরের এক তন্বী যুবতীর দিকে তখন বন্ধুদের চোখ গিয়েছে। 

 

বিকেলে বিপাশা, মানে সেই তন্বী সমুদ্রের গোড়ালি-ডোবা জলে দাঁড়িয়ে ছিল। অস্তমান সূর্যের আলোয় রুকুর চোখ গেল তার দিকে। খোলা চুল সামলে বিপাশাও তার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর চলে গেল। যাবার সময়ে বলে গেল - “আপনি রুকু তো? গল্প লেখেন?”

রুকু বলল, “আপনি কী করে চিনলেন?”

“আপনাকে অনেকেই চেনে… নিন, এই কাগজটায় অটোগ্রাফ দিন।”

  

একফালি কাগজে সই করে রুকু। বিপাশার সুন্দর মুখের দিকে না তাকিয়ে সে পারে না।

 

0 Comments
Leave a reply