আলোর ঠিকানা পেয়ে যারা কাটিয়ে উঠেছে ক্লান্তি
পাপক্ষয় করে গেছে দিবানিশি সাদা কালো সিনেমায়,
সব জেনেও সবাই অসম্ভবের আশায় ব'সে
কবে রূপোলী আলোর রেখা টেনে আনে মরা গাঙ।
একটা জীবন আটপৌরে নদীর কিনার ঘেঁষে
সামান্য হয়ে বাঁচার মধ্যে শ্যাওলা বুক উঠোন;
ভালবাসা নিয়ে কত কথা ভুলে যাচ্ছি বারবার
নিভে আসা দিনকালে দিকচক্রবাল ছোঁবে ছায়া,
বিশ্বাস নেই আশা ফুরোয় খবর আসে না কিছু
থেকে গেছে আফসোস আর বৃথা কাগজ কলম।
নিজস্ব ছোটখাটো স্বপ্নেরা কোন ট্রেনে ধরে বাড়ি
বনবাদাড় পেরিয়ে তেপান্তর, আঁধারে ফুরিয়ে
যাবো কতদূর মাঝি, তোমার মতো নিজের নৌকা
থাকলে সব ছেড়ে ভাসাবো একটা মহাজীবন ।